প্রফেসর মো: আবদুল মান্নান ১৯৬৩ সালে চুয়াডাঙ্গা জেলা সদরে জম্মগ্রহণ করেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজ হতে এইচ এস সি পাস করার পর ঢাকা বিশ^বিদ্যালয় হতে দর্শন বিষয়ে কৃতিত্বের সঙ্গে ১৯৮৪ সালে বি এ (সম্মান) এবং ১৯৮৫ সালে (অনু : ১৯৮৮) এম এ পাস করেন। ঢাকা বিশ^বিদ্যালয়ে অধ্যায়নকালেই তাঁর স্বপ্ন ছিল অধ্যাপনায় নিয়োজিত হওয়ার। সে স্বপ্ন বাস্তবে রূপ নিল ১৯৮৯ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ প্রভাষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে। আর কাঙ্খিত সাফল্য এলো ৯ম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ লাভের মধ্য দিয়ে। অধ্যাপনাকে পবিত্র পেশা হিসেবে গ্রহণ করে তিনি নোয়াখালী কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সাতকানিয়া কলেজ, চট্টগ্রাম, এম এম আলী কলেজ, টাঙ্গাইল প্রভৃতিতে কর্মরত ছিলেন। তিনি ২০১৬ খ্রি. অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল-এ উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২৯ শে ডিসেম্বর ২০১৮ তিনি এ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং বর্তমানে এ পদে কর্মরত রয়েছেন। লেখক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তাঁর রচিত গ্রন্থসমূহ : ১. বাঙালির দর্শন : চেতনা ও অভিব্যক্তি, ২. বাঙালির দর্শন : আধুনিক ও সমকাল, ৩. দর্শনের সমস্যাবলী-তত্ত্ব ও বিশ্লেষণ (যুগ্ম) এবং ৪. বাঙালর দর্শন : প্রাচীন ও মধ্যযুগ। প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘ভারতীয় দর্শন’ (নাস্তিক ধারা)।