Update Our Improvement From fill-up Systems
ধাপ-১ : http://kgc.eshiksabd.com/ ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থী লগইন করতে হবে।
ধাপ-২ : লগইনের পর
Improvement Form fill-up মেনুতে ক্লিক করতে হবে
ধাপ-৩ : Class Roll এর ঘরে শিক্ষার্থীর ১৩ সংখ্যার শ্রেণি রোল অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। তারপর
View Charge and Course Detail এ ক্লিক করতে হবে।
ধাপ-৪ : নিচে শিক্ষার্থীর তথ্য দেখাবে। তথ্য সঠিক থাকলে মানউন্নয়ন বিষয়সমূহ নির্বাচন করতে হবে। ফরমটি প্রিন্ট নিতে হবে তারপর নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

ধাপ-৫ : শুশুমাত্র মানউন্নয়ন শিক্ষার্থীদের জন্য ফরমটি প্রযোজ্য হবে। অনিয়মিত ও নিয়মিত শিক্ষার্থীদের সয়ংক্রিয়ভাবে এন্টি হবে। পেমেন্টে কোন সমস্যা পরিলক্ষিত হলে প্রশাসনিক ভবনের ১১২ নং কক্ষে যোগাযোগ করার জন্য বলা হলো।
বি:দ্র: পেমেন্ট এর পর কোন বিষয় পরিবর্তন করা যাবে না। ফরম এন্টির সময় সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো।