2023-24 শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তির ১ম পর্যায়ের ফলাফল প্রকাশ। ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০৭/০৯/২০২৩ তারিখ হতে ১০/০৯/২০২৩ তারিখ রাত ১২ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩৩৫/= টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬/০৯/২০২৩ হতে ০৫/১০/২০২৩ পর্যন্ত। ### ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন / নিশ্চয়ন*** ✔ যদি কলেজ নিশ্চণ করা হয় তাহলেই মাইগ্রেশন এর বিষয়টি কার্যকর হবে **** ✔ মাইগ্রেশন সর্বদাই উপরের দিকে আসবে (ধরুন আপনি দুই থেকে দশ নম্বর চয়েজের কলেজ পেয়েছেন সেই ক্ষেত্রে মাইগ্রেশন উপরের দিকে হবে কিন্তু এক নম্বর কলেজ পেয়েছেন সে ক্ষেত্রে নিচের দিকে নামবে না। *** ✔নিশ্চয়নের ৩৩৫ টাকা জমা না দিলে আবেদন/মাইগ্রেশন গ্রহণযোগ্য হবে না আবেদন বাতিল হয়ে যাবে সে ক্ষেত্রে পুনরায় ফি জমা দিয়ে আবেদন করতে হবে। ***বিস্তারিত তথ্য আরও জানতে ভর্তি ওয়েবসাইট এর নির্দেশনা দেখুন।**** ২০২০ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলমান (শেষ তারিখ : 08/08/2023) **** *ডিগ্রী পাস কোর্স ৩য় বর্ষ 2021 এর ফরমপূরণ কার্যক্রম চলমান (শেষ তারিখ : 12/09/2023)****2022 সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলমান (শেষ তারিখ : 18/09/2023)
কুমুদনী সরকারি কলেজ, টাঙ্গাইল ফোন বুক Download Click Here (not Available now Software Updating)
Kumudini Govt. College, Tangail_ Info App_Download_Click Here