21th-bcs

২১ তম বিসিএস প্রশ্ন ও সমাধান 21th BCS MCQ Question and Solution

1. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
তিতুমীর
সৈয়দ আহমদ
দুদু মিয়া
হাজী শরিয়তউল্লাহ
Correct answer is : হাজী শরিয়তউল্লাহ

2. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
দেবেন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামমোহন রায়
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
Correct answer is : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

3. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
মাইকেল মধুসূদন দত্ত
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Correct answer is : মাইকেল মধুসূদন দত্ত

4. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
বিষের বাঁশী
বন্দীর বন্দনা
সন্দ্বীপের চর
রূপসী বাংলা
Correct answer is : বিষের বাঁশী

5. ‘কবর’ নাটক কার রচনা?
শহীদুল্লাহ কায়সার
জহির রায়হান
মুনীর চৌধুরী
সত্যেন সেন
Correct answer is : মুনীর চৌধুরী

6. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন?
চণ্ডীদাস
বিদ্যাপতি
রামকৃষ্ণ পরমহংস
বিবেকানন্দ
Correct answer is : চণ্ডীদাস

7. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুরঙ্গ
চতুষ্কোণ
চতুর্দশী
চতুষ্পাঠী
Correct answer is : চতুরঙ্গ

8. কোনটি কাব্যগ্রন্থ?
কবিতা
কাব্যপরিক্রমা
কয়েকটি কবিতা
বাঙলার কাব্য
Correct answer is : কয়েকটি কবিতা

9. কোনটি নাটক?
কর্তার ইচ্ছায় কর্ম
গড্ডালিকা
পল্লীসমাজ
সাজাহান
Correct answer is : সাজাহান

10. ‘আবোল-তাবোল’ কার লেখা?
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
সুকুমার রায়
সত্যজিৎ রায়
Correct answer is : সুকুমার রায়

11. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
মুনির চৌধুরী
সৈয়দ ওয়ালীউল্লাহ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শওকত আলী
Correct answer is : সৈয়দ ওয়ালীউল্লাহ

12. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
কার্বন ডাই-অক্সাইড
কার্বন মনোক্সাইড
নাইট্রিক অক্সাইড
সালফার ডাই-অক্সাইড
Correct answer is : কার্বন মনোক্সাইড

13. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?



১৬
Correct answer is : ১৬

14. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
১২ গ্রাম
৬ গ্রাম
৩ গ্রাম
৪ গ্রাম
Correct answer is : ৪ গ্রাম

15. ১,০০০ টাকা ক ও খ ১ ∶ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ ∶ ১ ∶ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
১০০ টাকা
৪০০ টাকা
২০০ টাকা
৮০০ টাকা
Correct answer is : ২০০ টাকা

16. এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
১০০ কেজি
৮০ কেজি
৫০ কেজি
৬০ কেজি
Correct answer is : ৮০ কেজি

17. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
২৫%
৩৩(১/৩)%
৫০%
৬৬(২/৩)%
Correct answer is : ৩৩(১/৩)%

18. একজন চাকুরীজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাড়ি ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
৩৬(১/৩)%
৩৭(২/৩)%
৪২(১/৩)%
৪৬(২/৩)%
Correct answer is : ৩৬(১/৩)%

19. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?
১৮০º
২৭০º
৩৬০º
৫৪০º
Correct answer is : ৫৪০º

20. একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়ই খেলে?




Correct answer is :

21. ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
২১
৩৯
৩৩
২৯
Correct answer is : ২১

22. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
১৫ ∶ ১৬
২০ ∶ ১২
১৬ ∶ ১৫
১২ ∶ ২০
Correct answer is : ১৬ ∶ ১৫

23. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায়
ইনসুলিনের অভাবে এ রোগ হয়
Correct answer is : চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়

24. এনজিওপ্লাস্টি হচ্ছে-
হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
Correct answer is : হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

25. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
০ সেন্টিগ্রেড
১০ সেন্টিগ্রেড
৪ সেন্টিগ্রেড
১০০ সেন্টিগ্রেড
Correct answer is : ৪ সেন্টিগ্রেড

26. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
শুশুক
তিমি
ইলিশ
হাঙ্গর
Correct answer is : শুশুক

27. কম্পিউটার ভাইরাস হল‒
এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন
Correct answer is : এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম

28. মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ভূকেন্দ্রে
ভূপৃষ্ঠে
ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
Correct answer is : ভূপৃষ্ঠে

29. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
আইসোবার
আইসোটোপ
আইসোটোন
আইসোমার
Correct answer is : আইসোটোপ

30. ‘ড্রাই আইস’ (dry ice) হল‒
কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড
শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা
Correct answer is : কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড

31. No one can – that he is clever.
deny
defy
denounce
discard
Correct answer is : deny

32. He divided the money – the two children .
over
in between
among
between
Correct answer is : between

33. If we want concrete proof, we are looking for – .
building material
something to cover a path
clear evidence
a cement mixer
Correct answer is : clear evidence

34. ‘চাঁদের হাট’ অর্থ কী?
বন্ধুদের সমাগম
আত্মীয় সমাগম
প্রিয়জন সমাগম
গণ্যমান্যদের সমাগম
Correct answer is : প্রিয়জন সমাগম

35. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
উদাসীন
প্রতিকুল
রাগহীন
বিশেষভাবে রুষ্ট
Correct answer is : উদাসীন

36. কোন বানানটি শুদ্ধ?
সূচিষ্মিতা
সূচিস্মিতা
সূচীস্মিতা
সুচিস্মিতা
Correct answer is : সুচিস্মিতা

37. ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
ক্লান্তিহীন
অক্লান্ত
অক্লান্ত কর্মী
অবিশ্রাম
Correct answer is : অক্লান্ত কর্মী

38. ক্রিয়াপদ ‒
সবসময়ে বাক্যে থাকবে
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
আসলে বিশেষণ থেকে অভিন্ন
Correct answer is : কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

39. কোনটি অনুজ্ঞা?
তুমি গিয়েছিলে
তুমি যাও
তুমি যাচ্ছিলে
তুমি যাচ্ছ
Correct answer is : তুমি যাও

40. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?
অনুভূতি
গালি
প্রত্যঙ্গ
শক্তি
Correct answer is : শক্তি

21st BCS Question with Answer

41. কোন বানানটি শুদ্ধ?
মুমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষু
মূমূর্ষু
Correct answer is : মুমূর্ষু

42. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ব্রজধামে কথিত ভাষা
এক রকম কৃত্রিম কবিভাষা
বাংলা ও হিন্দির যোগফল
মৈথিলী ভাষার একটি উপভাষা
Correct answer is : মৈথিলী ভাষার একটি উপভাষা

43. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
প্রাদেশিক স্বায়ত্তশাসন
পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ
Correct answer is : বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা

44. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
১২০৬
১৩১০
১৬১০
১৫২৬
Correct answer is : ১৬১০

45. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
৫৭ জন
৬০ জন
৬২ জন
৬৫ জন
Correct answer is : ৬০ জন

46. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী –
প্রবাসী শ্রমিক
পাট
রেডিমেড গার্মেন্টস
চামড়া
Correct answer is : রেডিমেড গার্মেন্টস

47. জাতীয় সংসদ ভবন এর স্থপতি –
হামিদুর রহমান
লুই আই কান
নিতুন কুণ্ডু
হামিদু্জ্জামান খান
Correct answer is : লুই আই কান

48. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
৭৫০
৮০০
৮২০
৮৪৮
Correct answer is : ৮৪৮

49. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
৩ জানুয়ারি, ১৯৯৮
২ ডিসেম্বর, ১৯৯৭
৩ ডিসেম্বর, ১৯৯৭
২২ ডিসেম্বর, ১৯৯৭
Correct answer is : ২ ডিসেম্বর, ১৯৯৭

50. বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার ক’টি?
২৮ টি
২২ টি
২১ টি
৫ টি
Correct answer is : ২৮ টি

21st BCS Question with Answer

51. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
৪২
২৫ (৭)
২৮ (৪)
৪০ (৩)
Correct answer is : ২৮ (৪)

52. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
প্রধান বিচারপতি নিয়োগ
অডিটর জেনারেল নিয়োগ
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
Correct answer is : প্রধান বিচারপতি নিয়োগ

53. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?
৩২০ একর
২১৫ একর
১৮৫ একর
১২২ একর
Correct answer is : ২১৫ একর

54. ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ঢাকা
দার্জিলিং
কোলকাতা
নয়াদিল্লী
Correct answer is : নয়াদিল্লী

55. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
চাঁদপুর
সিরাজগঞ্জ
গোয়ালন্দ
ভোলা
Correct answer is : গোয়ালন্দ

56. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
১৯৫৫
১৯৫৭
১৯৬৭
১৯৭২
Correct answer is : ১৯৫৭

57. আইফেল টাওয়ার অবস্থিত কোথায়?
সিডনি
লন্ডন
নিউ ইয়র্ক
প্যারিস
Correct answer is : প্যারিস

58. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
ইনকা ফ্রিডম পার্টি
ন্যাশনালিস্ট পার্টি
আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
Correct answer is : আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

59. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
Correct answer is : আফ্রিকা

60. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
জেনেভা
মেক্সিকো সিটি
নিউইয়র্ক
রিওডিজনারিও
Correct answer is : রিওডিজনারিও

21st BCS Question with Answer

61. সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
নেপালে
মালদ্বীপে
শ্রীলংকায়
বাংলাদেশে
Correct answer is : মালদ্বীপে

62. G-77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উন্নত
অনুন্নত
উন্নয়নশীল
ঔপনিবেশিক
Correct answer is : উন্নয়নশীল

63. কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল?
৪৯টি
৫০টি
৫১টি
৫২টি
Correct answer is : ৫১টি

64. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৫১
১৯৪১
১৯৪৫
১৯৪৯
Correct answer is : ১৯৪৫

65. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৫
১৯৪৮
১৯৪৯
১৯৫১
Correct answer is : ১৯৪৯

66. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?
১৯৯৪
১৯৭৬
১৯৮৫
১৯৯৩
Correct answer is : ১৯৯৩

67. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
সল্ট (SALT)
ন্যাটো (NATO)
সিটিবিটি (CTBT)
এনপিটি (NPT)
Correct answer is : সিটিবিটি (CTBT)

68. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
জেনেভায়
ওয়াশিংটনে
ভিয়েনায়
ব্রাসেলসে
Correct answer is : ভিয়েনায়

69. OPEC-ভুক্ত দেশ কয়টি?
১০
১১
১২
১৩
Correct answer is : ১২

70. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
জরুরি অবস্থা ঘোষণা
মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
Correct answer is : ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান

21st BCS Question with Answer

71. Eager:Indifferent
devoted:dedicated
concerned:careful
anxious:nervous
enthusiastic:halfhearted
Correct answer is : enthusiastic:halfhearted

72. Lengthen : Prolong
stretch : extend
distance : reduce
draw out : shorten
reach out : cut short
Correct answer is : stretch : extend

73. Delay : Retard
postpone : promote
adjourn : start
slow down : hold up
defer : accelerate
Correct answer is : slow down : hold up

74. Submissive : Disobedient
comply : conform
heed : acquiesce
observe : defy
obey : hearken to
Correct answer is : observe : defy

75. He fantasized ‒ winning the lottery
about
with
from
after
Correct answer is : about

76. The Parthenon is said ‒ erected in the Age of Pericles.
to have become
to have begun
to have been
to have had begun
Correct answer is : to have been

77. As they waited, Rahim argued against war ‒
while his brother discusses the effects of pollution
while his brother discussed the effects of pollution
while his brother was discussing the effects of pollution
while his brother had discussed the effects of pollution
Correct answer is : while his brother was discussing the effects of pollution

78. The Olympic games were watched by ‒ billions of people all over the world.
exactly
usually
truly
literally
Correct answer is : usually

79. The tree has been blown ‒ by the strong wind.
out
away
up
off
Correct answer is : off

80. A reward has been announced for the employees who ‒ hard.
have worked
has worked
will be work
have had worked
Correct answer is : have worked

21st BCS Question with Answer

81. To ‒ the arrival of spring, Bangladesh Television ‒ a special function.
commemorate : launched
announce : telecast
celebrate : organized
welcome : sanctioned
Correct answer is : celebrate : organized

82. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
মেক্সিকো সিটি
লসএঞ্জেলেস
আটলান্টা
মস্কো
Correct answer is : লসএঞ্জেলেস

83. যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
৭৫ টি
৫৯ টি
৫০ টি
৪৫ টি
Correct answer is : ৫০ টি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *